¡Sorpréndeme!

সদরঘাটে ঘরমুখী মানুষের অবস্থা| jagonews24.com

2021-06-15 0 Dailymotion

ঈদে বাড়ি ফিরতে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢল নামতে শুরু করেছে দক্ষিণবঙ্গের যাত্রীদের।

সকাল থেকেই দক্ষিণবঙ্গের বরিশাল, ভোলা, চাঁদপুর, বরগুনা, পিরোজপুরসহ বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাচ্ছে যাত্রী বোঝাই লঞ্চ। তবে দিনের তুলনায় রাতে বেশি যাত্রী নিয়ে সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে বলে জানান ঘাট কর্মকর্তারা। লঞ্চ বেশি থাকায় যাত্রীদের ওঠানামা করতে অসুবিধা হচ্ছে।


আরও জানতে ভিজিট করুন-https://www.jagonews24.com/national/news/519525?fbclid=IwAR0lCt9CuFQnZtcSaiVJw1PGdLrphftlpMk8ZB6IzRUzACjJWlDHhb0vHUk